সৌদি আরবে করোনায় প্রথম বাংলাদেশির মৃত্যু
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবের মদিনায় কুরবান নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত ২৪ মার্চ মদিনার আল জাহরা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। গতকাল সোমবার হাসপাতাল থেকে এ বিষয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটকে জানানো হয়।
এ বিষয়ে বিস্তারিত জানিয়ে জেদ্দা কনস্যুলেট উইং একটি চিঠি পাঠিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে। এ তথ্য নিশ্চিত করেছেন সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মো. ফখরুল ইসলাম।
কুরবানের বাড়ি ঢাকার সাভারের নগর কোণ্ডার সাদাপুর পুরান বাড়ি এলাকায়। তাঁর কোনো আত্মীয়স্বজন এখন পর্যন্ত জেদ্দা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করেনি।
এ ব্যাপারে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট কর্তৃপক্ষ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানান লেবার কাউন্সিলর আমিনুল ইসলাম।
নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজের সর্বশেষ তথ্য অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৫৩ জন, মারা গেছে আটজন।