সৌদি আরবে পূর্ণকালীন কারফিউ জারি
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সৌদি আরবের রিয়াদ, তাবুক, দাম্মাম, দাহরান, হুফুফ, জেদ্দা, তায়েফ, কাতিফ ও খোবারে পূর্ণকালীন (২৪ ঘণ্টাব্যাপী) কারফিউ ও লকডাউনের নির্দেশনা জারি করা হয়েছে। এসব অঞ্চল থেকে বের হওয়া বা এতে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এ সময় এসব অঞ্চলের যার যার বাড়ি থেকে বের হওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে একান্ত জরুরি চিকিৎসাসেবা, জরুরি খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরি ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে) বের হওয়া যাবে। শুধু প্রাপ্তবয়স্করা বের হতে পারবে। বের হতে হলে প্রতি গাড়িতে ড্রাইভারসহ আরেকজন অর্থাৎ মাত্র দুজন বের হতে পারবে।
শুধু গ্রোসারি শপ/তামউইনাত, ফার্মেসি, ফিলিং স্টেশন, ব্যাংক, গ্যাস স্টেশন, সার্ভিস অ্যান্ড মেইন্টেনেন্স প্রতিষ্ঠান, প্লাম্বিং-ইলেকট্রিক, এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত, পানি পৌঁছানোর কাজে নিয়োজিত কোম্পানি ছাড়া সব ধরনের ব্যবসায়িক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
একইভাবে এর আগে যাদের কাজের স্বার্থে কারফিউর আওতার বাইরে রাখা হয়েছিল তারা এসব এলাকায় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করতে পারবে। এই নির্দেশনা জনস্বার্থ বিবেচনায় জারি করা হয়েছে।
এদিকে সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় (৬ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত) নতুন করে আরো ১৩৮ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬০৫ জনে। মোট মৃত্যুর সংখ্যা ৩৮ জন। সুস্থ হয়েছেন ৫৫১ জন।