সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিরোধে সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার রোধের নিমিত্তে ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস ১৮ থেকে ৩১ মার্চ ও জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।
এদিকে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট সেবা বন্ধ থাকার ফলে ১৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত জন্য পাসপোর্ট আবেদন, নবায়ন অথবা রি-ইস্যু এবং অন্যান্য সেবা বন্ধ থাকবে। তবে পাসপোর্ট নবায়নের প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা যাবে।
তবে জরুরি প্রয়োজনে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট প্রতিদিন রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিম্নোক্ত ফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো :
১. মৃতদেহ সংক্রান্ত -০৫৩৩১৪৭৯১২
২. আইন ও বিবিধ -০৫০২৯৬৭৫৭০, ০৫০৮১০৫১৮৫, ০৫১৮২২৫৫০, ০৫৫৩৪৫১২৮৯, ০৫৫৬২২১৮৫৮।
৩. প্রবাসী কার্ড সংক্রান্ত -০৫৩২২৩৫৪৬১।
উল্লেখ্য, সৌদি আরবে আজ বুধবার পর্যন্ত ১৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে দেশটির শপিংমল ও সরকারি অফিস গত সোমবার থেকে বন্ধ রয়েছে।