হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

Looks like you've blocked notifications!
সৌদি আরবে হজ করতে গিয়ে মারা যাওয়া দুই বাংলাদেশি। ছবি : সংগৃহীত

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ পালনে আসা ১০ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে সাত জন পুরুষ ও তিন জন নারী।

আজ শনিবার মক্কায় বাংলাদেশ হজ অফিসসূত্র জানায়, গতকাল শুক্রবার ৬১ বছর বয়সি তপন খন্দকার মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর-ইই০৫৪০২৪৬। তিনি ঢাকার লালবাগের বাসিন্দা।

এর আগে গত বৃহস্পতিবার মারা যান জামালপুরের কামারখন্দের মো. রফিকুল ইসলাম। তাঁর বয়স ৪৭ বছর।

এদিকে, শনিবার সকাল পর্যন্ত হজের উদ্দেশে সৌদি আরব পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ জন বাংলাদেশি। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮৩৩ জন সৌদি পৌঁছান।

আগামী ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে।