মালয়েশিয়ায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সম্পাদককে সংবর্ধনা
মালয়েশিয়া সফররত বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ এবং ইন্টারন্যাশনাল ইসলামি ইউনিভার্সিটির একাডেমিক অ্যাফেয়ার্সের ডেপুটি ডিন ড. মোহাম্মদ আব্দুল কাইয়ুমকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলা সমিতি-মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের একটি হলরুমে এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সমিতির কার্যনির্বাহী সদস্য বিজন মজুমদার ও প্রচার সম্পাদক আল আমিন ডলারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি শওকত আলী তিনু।
এতে সংবর্ধিত ব্যক্তিরা ছাড়াও গোপালগঞ্জ জেলা সমিতি-মালয়েশিয়ার সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ সাচ্চু শেখ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি-মালয়েশিয়ার জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।