দলকে শক্তিশালী করার প্রত্যয় সৌদি বিএনপির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/01/photo-1488372463.jpg)
দলের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী গুপ্তচরদের বিতাড়িত করে তৃণমূল পর্যায় থেকে নেতা মনোনীত করে দলকে আরো শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন সৌদি আরব বিএনপির নেতারা।
সৌদি আরবের রিয়াদে গত সোমবার মধ্যরাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চল শাখা আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বিএনপি নেতারা এ কথা বলেন। এ সময় তাঁরা আধিপত্যবাদী দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটি পূর্বাঞ্চলের সাংগঠনিক সমন্বয়কারী আবদুল হাকিম।
সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সৌদি আরব বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খোকন, পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, শাহাবুদ্দীন ফরাজী, প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাকের, চট্টগ্রাম যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব কাজী আইয়ুব আলী, চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা সোহরাব হোসেন লিটন, সাবেক ছাত্র নেতা কাজী মোশারফ হোসেন কিরণ, পূর্বাঞ্চল বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহফুজ পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ভাষা আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত প্রবাসী হারুনুর রশীদ রিজভী তারেক রহমানকে নিয়ে তাঁর লেখা গান পরিবেশন করেন। এ সময় পূর্বাঞ্চল বিএনপি দলের বিপুলসংখ্যক প্রবাসী নেতাকর্মী করতালির মাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।