‘আনন্দধারা’র বর্ষপূর্তিতে মেলবোর্নে জমজমাট আয়োজন
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্নে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে ‘আনন্দধারা’র বর্ষপূর্তি উদযাপন করা হলো। ‘আনন্দধারা’ মাত্র এক বছরেই মেলবোর্নে বসবাসরত বাংলাদেশিদের কাছে খ্যাতি পেয়েছে পূর্ণাঙ্গ এক সাংস্কৃতিক বিদ্যালয় হিসেবে।
বর্ষপূর্তির অনুষ্ঠান শুরু হয়েছিল আনন্দধারার আর্ট-এর শিক্ষার্থীদের ছবি নিয়ে সাজানো প্রদর্শনীর মাধ্যমে। তারপর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পরিচালিত হয় উন্মুক্ত আর্ট কম্পিটিশন।
এরপর সামান্য চা-বিরতি এবং বিরতিশেষে শহরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শুরু হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান| প্রবাসী বাঙালি খুদে শিশুরা নেচে-গেয়ে মাতিয়ে দেয় সবাইকে। বাচ্চাদের বর্ণিল, ছান্দসিক নৃত্যে মুগ্ধ দর্শকদের অনেকের কাছেই মনে হয়েছিল এ জাঁকজমক সন্ধ্যাটি যেন নেমেছে মেলবোর্নে নয়, বাংলাদেশে!
অনুষ্ঠানের শেষ প্রান্তে শিশুদের নৃত্যশিক্ষক সৈয়দা সায়েরা তাঁর অসাধারণ এক জাদুকরি নৃত্য পরিবেশনায় উপস্থিত সবাইকে মন্ত্রমুগ্ধ করে দেন। নৃত্যশিক্ষকের নৃত্যের মুহূর্তে বোঝা যায়, খুদে নৃত্যশিল্পীরা ভালো নাচের কারণ।
সবশেষে গানের শিক্ষক সাদিয়া হামিদ নিঝুমের অভূতপূর্ব সুরের মূর্ছনা দর্শককে আচ্ছন্ন করে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা হয়।