তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৭ দিনের কর্মসূচি মালয়েশিয়া বিএনপির
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উদযাপন করেছে মালয়েশিয়া বিএনপির বুকিত বিনতাং শাখা।
রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরের স্থানীয় একটি রেস্টুরেন্টে কেক কেটে জন্মদিনটি পালন করা হয়।
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে মালয়েশিয়া বিএনপি সাতদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুকিত বিনতাং বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন। সঞ্চালনায় ছিলেন বুকিত বিনতাং বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সেলিম।
সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ ,সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররাফ হোসেন।
প্রধান অতিথি বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বলেন, ‘তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন এনেছেন। তারেক রহমান দুর্নীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন না- এটা প্রমাণিত হয়েছে।’ জিয়া পরিবারকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
বাদলুর রহমান খান আরো বলেন, অগণতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে মালয়েশিয়া বিএনপিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ঘোষিত কর্মসূচি পালন করার জন্য তিনি মালয়েশিয়া নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি হাজী জাকির হোসেন, আবদুল জলিল লিটন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, সিনিয়র সহসভাপতি মঞ্জু খান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সাগর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, মোহাম্মদ জামাল উদ্দিন, সোহেল রানা আজাদ, সাদেক তফাদার, রাসেল, আবদুল আওয়াল প্রমুখ।
অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।