মালয়েশিয়ায় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার কুয়ালালামপুরে রোববার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। ছবি : এনটিভি

মালয়েশিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও কুয়ালালামপুর মহানগর কমিটির অভিষেক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাজধানী কুয়ালালামপুরে আমপাং অভিজাত রেস্টুরেন্ট পেলিতায় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল মালয়েশিয়া শাখার সভাপতি বাদল আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।  

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররাফ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খাঁন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান রতন তালুকদার, মালয়েশিয়া বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম রতন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, যুবদল সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, উপদেষ্টা আবদুল অদুদ খান, সহসভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কুয়ালালামপুর মহানগর কমিটির সভাপতি মোহাম্মদ জামশেদ আলম আরমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রকিবুল ইসলাম রকি, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রনি শাহ, সহসভাপতি মোহাম্মদ বারিউল বারী শিশির, সহসভাপতি মোহাম্মদ মুক্তার আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজান, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহেদ, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর ও কেলাং শাখার মুক্তিযুদ্ধের প্রজম্ম দলের সভাপতি এম এম শাহেদ সুলতান মারুফ, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহসভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, সহসাংগঠনিক সম্পাদক মো. ফারুক তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাসেল মাতুব্বার, কায়সার।

প্রধান অতিথি বক্তব্যে মোশাররাফ হোসেন বলেন, আগামী প্রজন্মকে  মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে।

সমাপনী বক্তব্যে বাদল আহমেদ বলেন, বর্তমান সরকার আওয়ামী দুঃশাসনকে টিকিয়ে রাখতে বিরোধী দল দমনে হামলা-মিথ্যা মামলা ও জেল-জুলুমের পাশাপাশি খুনের নেশায় মেতে উঠেছে। হামলা মামলা দিয়ে কোনো লাভ হবে না। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশে হারানো গণতন্ত্রকে ফিরে এনে জাতিকে হাসিনা থেকে মুক্ত করবে।