দক্ষিণ আফ্রিকায় ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনে ৭ মার্চের বঙ্গবন্ধু ভাষণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার  হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং  দ্বিতীয় সচিব ওয়ারিসুর রহমানের পরিচালনায় হাইকমিশনের অডিটিরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তিলায়াত এবং দোয়া পরিচালনা করেন আব্দুল আওয়াল সোহেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটির ভিডিও প্রদর্শনী করা হয়। আলোচনা সভাতে বক্তব্য দেন দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাব্বির আহমেদ চৌধুরী। তিনি বলেন, ভাষণটি ছিল ১৮ মিনিট কিন্তু এই ১৮ মিনিটে বঙ্গবন্ধু সব ধরনের নির্যাতনের বিপক্ষে জনগণের কথা তুলে ধরেছেন। 
দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন বলেন, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যাবে না কারণ বঙ্গবন্ধুর নাম আমাদের অন্তরে লেখা আছে। যুগ্ম সাধারণ সম্পাদক গোলাপ হোসেন বলেন, বঙ্গবন্ধুর ভাষণটি ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। আরো বক্তব্য দেন  দক্ষিণ আফ্রিকা যুবলীগের  যুগ্ম সাধারণ সম্পাদক নোমান সরকার ও আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম।