সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত
মুসলিম প্রধান দেশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা মদিনার পর ঈদুল আজহার সবচেয়ে বড় জামাত রিয়াদে জাতীয় মসজিদ ধীরাতে স্থানীয় সময় সকাল ৫টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও জাতীয় মসজিদ ধীরার খতিব আবদুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল শাইখ।
সৌদি আরবের দুই পবিত্র মসজিদ মক্কা আল মোকারম ও মসজিদে নববীর পরই রিয়াদের এ ধীরা মসজিদ প্রধানত জাতীয় মসজিদ। এ ধীরা মসজিদের অন্যতম বৈশিষ্ট হলো সৌদি আরবে নানা অপরাধে জড়িতদের বিচারের সাজা কার্যকর করা হয় এ ধীরা মসজিদে।
সৌদি আরবের স্থানীয় লোকজনসহ অবস্থানরত বিশ্বের বিভিন্ন দেশের লাখো মুসল্লির সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা এক সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও প্রবাসী বাংলাদেশিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তারা বলেন, পরিবার-পরিজনকে ছাড়া ঈদ আনন্দ অসম্পূর্ণ থেকে যায়।
নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অন্য দেশের প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও পশু কোরবানি করেন।