রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির অভিষেক
সৌদি আরবের রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক ও নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। সম্প্রতি রিয়াদের ২৫ নম্বর এক্সিট কায়াত আল দোরাহ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা প্রবাসী সোসাইটির উপদেষ্টা জাকির হোসেন। সঞ্চালনা করেন রাশেদ আল কারীম সজিব ও আরিফুল রহমান টিটু। প্রথমে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক রুস্তম খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রবাসী সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি তরুণ শিল্পপতি আলী আকবর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর আবুল হাসান, প্রবাসী কুমিল্লা সোসাইটির নেতা শামীম ভূইয়া, মাহবুবুল হক পাপ্পু, জামরুল ইসলাম, নূরুল আমিন, মীর হোসেন, শেখ জামালসহ আরো অনেকে।
পরিশেষে রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পরিবেশনায় নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপিত হয়েছে।