মালয়েশিয়ায় চ্যাম্পিয়ন বাংলাদেশের খুদেরা

Looks like you've blocked notifications!
কুয়ালালামপুরের মে ব্যাংক একাডেমির মাঠে মালয়েশিয়ায় প্লেটের ফাইনাল ম্যাচে বাংলাদেশের সমর্থকরা। ছবি : মোস্তফা এমরান রাজু

মালয়েশিয়ায় আন্তর্জাতিক সুপার মক কাপ টুর্নামেন্টে প্লেট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১২ ফুটবল দল। মালয়েশিয়ার খ্যাতনামা ক্লাব সিআইএমবি-ওয়াইএফএ কে ৩-০ গোলে হারিয়ে এ গৌরব অর্জন করে খুদে ফুটবলাররা। সব মিলিয়ে এ টুর্নামেন্টের ২০ দলের মধ্যে নবম স্থান পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল।

কুয়ালালামপুরের মে ব্যাংক একাডেমির মাঠে স্থানীয় সময় সকাল ৮টায় এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

দলের পক্ষে গোল করেন মেহেদি, আরাফাত ও তপু।

অন্যদিকে প্রথমার্ধে এগিয়ে থাকলেও থাইল্যান্ডের বুড়িরাম অনূর্ধ্ব-১৩ ফুটবল দলের কাছে তিন এক গোলের ব্যবধানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৩ ফুটবল দল।

ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সেন্টারে এ খেলায় প্রথমার্ধের শেষ দিকে জিহানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে থাইল্যান্ডের শক্তিশালী দলটির সঙ্গে আর পেরে ওঠেনি জিহানরা।

সব মিলিয়ে ২০ দলের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে মালয়েশিয়ার এই আসর শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল।