সিঙ্গাপুরে পালিত হলো ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের জন্মদিন পালিত হয়েছে সিঙ্গাপুরে। গতকাল সোমবার সন্ধ্যায় রয়েল রোডে ফখরুদ্দিন হোটেলের হলরুমে কেক কেটে সংগঠনের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিঙ্গাপুর ছাত্রলীগ।
এ উপলক্ষে ‘শিক্ষা-শান্তি-প্রগতি ছাত্রলীগের মূলনীতি’ স্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি বিল্লাল হাওলাদার।
সভায় বিল্লাল হাওলাদার বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকেই বঙ্গবন্ধুর মতো মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে। ছাত্রলীগের দুই কাণ্ডারি সাইফুর রহমান সোহাগ ও জাকির হোসাইনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সিঙ্গাপুর ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।’
সভা সঞ্চালনায় ছিলেন সিঙ্গাপুর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মতিন রহমান সাগর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফিন আরিফ, রোমান মোল্লা, সিঙ্গাপুর মহানগর পূর্ব ছাত্রলীগের সভাপতি সোহাগ মোহাম্মদ, সাধারণ সম্পাদক মাসুম খান, মহানগর পশ্চিম শাখার সভাপতি রুবেল হোসেন জয়, সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার, সিঙ্গাপুর ছাত্রলীগের প্রচার সম্পাদক বিজয় বিমল, ছাত্রলীগ নেতা আব্দুস সাত্তার, পারভেজ আহম্মেদসহ শতাধিক নেতাকর্মী।