মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া সমিতির সংবাদ সম্মেলন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/01/07/photo-1452117298.jpg)
মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাত ৯টায় কুয়ালালামপুর রেস্টুরেন্ট রাফি মাজুতে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেলকে বহিষ্কার ও তথাকথিত সমিতির সাধারণ সম্পাদক রায়হানকে সাময়িক বহিষ্কার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি মো. নাজমুল ইসলাম বাবুল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গত বছরের এপ্রিলে যাত্রা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। এ জেলার প্রবাসীদের কল্যাণে গঠিত সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অতি পরিচিত মুখ লোকমান আহমেদ। প্রবাসে সর্বজনস্বীকৃত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসীরা যখন একত্র হয়ে সমিতির কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর, ঠিক তখন একটি কুচক্রী মহল সমিতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে।
নাজমুল ইসলাম বাবুল বলেন, ‘গত ৩ জানুয়ারি ষড়যন্ত্রের অংশ হিসেবে কুয়ালালামপুর রেস্টুরেন্ট পেলিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির আত্মপ্রকাশ নামে একটি অনুষ্ঠান করা হয়। ওই অনুষ্ঠানে মাহবুবুর রহমান রুবেলকে সভাপতি ও রায়হানকে সাধারণ সম্পাদক করে স্ববিরোধী একটি কমিটি ঘোষণা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির বৈধ কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেলকে বহিষ্কার ও তথাকথিত সমিতির সাধারণ সম্পাদক রায়হানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’ ২০১৫ সালে গঠিত বৈধ কমিটির কার্যক্রম জেলার প্রবাসীদের কল্যাণে অব্যাহত রয়েছে এবং থাকবে বলে জানান সংবাদ সম্মেলনে উপস্থিত সমিতির নেতারা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন, সমিতির সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী হাসান মিন্টু, সহসভাপতি সোহেল মো. আশফাকুল ইসলাম, সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফ আহমেদ রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দৌলত আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, কোষাধ্যক্ষ মোশাররফ করিম বাদল, সাহিত্যবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও সদস্য শেখ নয়ন, রুস্তম আলী, শিপলু ভূঁইয়া প্রমুখ।