সিঙ্গাপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে, তাঁর স্মরণে কবিতা আবৃত্তি ও আলোচনার মাধ্যমে তাঁর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে সিঙ্গাপুর আওয়ামী লীগ। গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নরিস রোডের ৩৫ নম্বর হাউসের হলরুমে আয়োজন করা হয় এই ঐতিহাসিক দিবস পালনের অনুষ্ঠান।
সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি কাজী শিহাব উদ্দিন লিটনের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মনিরের সঞ্চালনায় তিন পর্বে সাজানো হয় অনুষ্ঠান। শুরুতেই পরিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিঙ্গাপুর শাখা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও তরুণ লীগের নেতাকর্মীরা।
দ্বিতীয় পর্বে কবিতা আবৃত্তি করেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক আবু সাইদ পান্না, সহসভাপতি সৈয়দুর রহমান লিটন এবং সভাপতি কাজী শিহাব উদ্দিন লিটন।
তৃতীয় ও মূলপর্বের আলোচনায় প্রধান বক্তা ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমেদ। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর সঠিক জীবনী প্রবাসীদের কাছে তুলে ধরার জন্য সব নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিঙ্গাপুর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মফিজুল ইসলাম, যুবলীগের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মুস্তাক আহমেদ চৌধুরী, সদস্য সচিব আরিফুল ইসলাম, তরুণ লীগের সভাপতি মাহবুব আবেদীন, সাধারণ সম্পাদক সাদ্দাম ভুঁইয়া সজীবসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও বাঙালি প্রকৃত মুক্তির স্বাদ পায় ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে।