কুয়েতে বাংলাদেশ দূতাবাসে নববর্ষ উদযাপিত
উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন করেছে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এ উপলক্ষে দূতাবাসের মাল্টিপারপাস হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স কাউন্সিলর এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে কুয়েতপ্রবাসী শিল্পীদের একক ও সমবেত সংগীত, নৃত্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী আনন্দ বাড়িয়ে দেয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আশরাফুল, আমজাদ, ফাতেমা, কেয়া, নেহা প্রমুখ। এ ছাড়া হয় উন্মুক্ত আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান।

বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান চার্জ দ্য অ্যাফেয়ার্স কাউন্সিলর এস এম মাহবুবুল আলম। তিনি বলেন, প্রবাসে বাংলা নববর্ষ উদযাপন বাংলা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল নাছিমুল গনি, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, সোনালি ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি।

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত