মদিনায় স্বেচ্ছাসেবক লীগের ইফতার অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/06/28/photo-1467085792.jpg)
মদিনার মসজিদে নববীতে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের ইফতারে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছবি : এনটিভি
সৌদি আরবের মদিনার স্বেচ্ছাসেবক লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মদিনার মসজিদে নববীতে এর আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মদিনা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজগর আলী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
মদিনা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মামুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক, হাটহাজারী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৌরভ হোসেন নোমান। আরো উপস্থিত ছিলেন মদিনা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নিয়াজ খান নোমান, যুগ্ম সম্পাদক রবিউল হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক মোতলাব ফকির, সিরাজুল ইসলাম, কাইছার হামিদ, তারেক, শফিক, ইব্রাহীম গাজী প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিলে মদিনা স্বেচ্ছাসেবক লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।