কুয়েতে কূটনৈতিক মিশন ফুটবল টুর্নামেন্টে অংশ নিল বাংলাদেশ
কুয়েতে অনুষ্ঠিত তৃতীয় কূটনৈতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। গত ১৭ থেকে ২২ জুন এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ইন্দোনেশিয়া, সিয়েরা লিওন, মালয়েশিয়া ও মরক্কো দূতাবাসের সঙ্গে বাংলাদেশের খেলা হয়। সিয়েরা লিওনের সঙ্গে ০-১, মালয়েশিয়া ০-১, মরক্কো ০-২ ও ইন্দোনেশিয়ার দলের বিরুদ্ধে ৪-২ গোলে বাংলাদেশ দূতাবাসের দল জয়ী হয়।
বিভিন্ন দেশের দূতাবাস প্রধান, কূটনৈতিক কর্মকর্তা-কর্মচারী ম্যাচ উপভোগ করেন। সিয়েরা লিওনের রাষ্ট্রদূত ইব্রাহিম বাকার কামারা এবং বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান এস এম মাহবুবুল আলম ফুটবল মাঠে উপস্থিত ছিলেন।
ফুটবল টুর্নামেন্ট কুয়েতের বিভিন্ন দূতাবাসে সম্পর্কের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নিজ নিজ দেশের নাগরিকদের সমর্থন পেয়েছেন খেলেয়োড়রা। কূটনীতিক ও কূটনৈতিক কর্মীরাও তাঁদের ম্যাচ সম্পর্কে বেশ উৎসাহী ছিলেন।
কূটনৈতিক মিশনের মধ্যে এসব ম্যাচ আয়োজনের জন্য কুয়েত সরকারকে বিভিন্ন দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।