মালয়েশিয়ায় এমএমইউ ও ইউসিজির বৈঠক অনুষ্ঠিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/03/photo-1467568870.jpg)
মালয়েশিয়ার স্বনামধন্য মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির (এমএমইউ) সঙ্গে বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া স্টুডেন্ট রিক্রুটমেন্ট ও কনসালটেন্সি ফার্ম ইউনিভার্স ক্রিয়েটিভ গেটওয়ের (ইউসিজির ) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার সাইবার জায়ায় অবস্থিত মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির নিজস্ব হল রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও কারিকুলাম নিয়ে আলোচনা হয়। একইসঙ্গে বাংলাদেশি শিক্ষাথীদের ভর্তি বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে দীর্ঘক্ষণ বৈঠক হয়। বৈঠকে এমএমইউ কর্তৃপক্ষ জানান, বর্তমানে প্রায় শতাধিক বাংলাদেশি শিক্ষাথী এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এবং সেই সঙ্গে তাঁরা খুব ভালো ফলাফলও করছেন। বাংলাদেশ থেকে আরো বেশি সংখ্যক মেধাবী শিক্ষাথী আনার ব্যাপারে ইউনিভার্স ক্রিয়েটিভ গেটওয়ের সাথে একটি চুক্তি সম্পন্ন হয়।
ইউনিভার্স ক্রিয়েটিভ গেটওয়ের মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মনোনীত প্রতিনিধি হয়ে বাংলাদেশ থেকে মেধাবী শিক্ষাথী ভর্তি করতে পারবে। এই সময় উপস্থিত ছিলেন সাইবার জায়া ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল অফিসের উপপ্রধান সেরিথেরেন সাবরামানিয়াম, ব্যবস্থাপক ইভনি লি, সহকারী ব্যবস্থাপক এম এস হুদা শাফি, ইউনিভার্স ক্রিয়েটিভ গেটওয়ের (ইউসিজির ) পরিচালক হাফিজুর রহমান, সাংবাদিক কায়সার হামিদ হান্নান, মোস্তাক রয়েল শান্ত, ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার আল আমিন প্রমুখ।