এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ায়
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/07/17/photo-1468755036.jpg)
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির জন্মদিনের অনন্দ ছড়িয়ে পড়েছে প্রশান্ত মহাসগরের তীরে। এনটিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি অস্ট্রেলিয়ায় আয়োজন করা হয় দুই দিনব্যাপী অনুষ্ঠান। অস্ট্রেলিয়ার হিমেল ঠান্ডা অবহাওয়ার মধ্যেই প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে এ অনুষ্ঠানে অংশ নেন।
এনটিভির প্রতি সবার মধ্যে যেন অন্যরকম ভালোবাসা। সিডনির রকডেলে এনটিভির আয়োজনে অংশ নেওয়া অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মের বাংলাদেশিরা এমনটিই জানান। প্রথম দিনের ওই অনুষ্ঠানে বিপুল প্রবাসী উপস্থিত ছিলেন।
প্রতিবিম্ব এবং এনটিভি অস্ট্রেলিয়ার যৌথ প্রয়াসে দুই দিনব্যাপী অস্ট্রেলিয়ায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে সাজানো হয়েছে দেশীয় সংস্কৃতিতে। প্রথম দিনের অনুষ্ঠানে ছিল বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার বৃন্দাবন দাসের নাটক, অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি ও ফজলুর রহমান বাবুর সরাসরি অংশগ্রহণ। এ ছাড়া ছিল বাউলশিল্পী শফি মণ্ডলেরএকক সঙ্গীতানুষ্ঠান।
অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ দিনে এনটিভি অস্ট্রেলিয়ার দর্শক, পাঠক ও বিশিষ্টজনদের নিয়ে বাংলাদেশের সম্প্রতি সন্ত্রাসী হামলায় শোক প্রকাশ করা হয় এবং এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর সুস্থ্যতা কামনা করা হয়।
এনটিভি অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ শ্রাবণের আমন্ত্রণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট শাকিল আহমেদ, পাবলিক রিলেশন সায়মন সারোয়ার, হেব অব মার্কেটিং আছিফুল ইসলাম রিসাব। অমন্ত্রিত অতিথিদের ছিলেন ড. সামছুল আলম, ড. নাজমা, ড. আবদুল ওহাব বকুল, ড. নারগিছ বানু, ড. এনামুল হক, সিবলী অবদুল্লাহ, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রেজাউল হক, প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সভাপতি বদরুল আলম, সাংবাদিক আবদুল মতিন, বাসভূমি টেলিভিশনের পরিচালক আকিদুল ইসলাম, এসবিএস বাংলা বিভাগের পরিচালক আবু রেজা আরেফিন, সাংবাদিক নাইম আবদুল্লাহ, সুলতানুল আরেফিন, কাজী সিমি , অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক জর্জ, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা গামা আবদুল কাদির প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আন্দঘন পরিবেশে কেক কাটার সময় রাশেদ শ্রাবণ বলেন, এনটিভি আজ শুধু বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয়। অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মধ্যমে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর অস্ট্রেলিয়ার দর্শকদের শুভেচ্ছা জানানোর কথা। তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রাশেদ শ্রাবণ।
বাংলাদেশের টেলিভিশনের পাশাপশি এতিমখানা, হাসপাতালসহ দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছেন আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী। প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে তাঁর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।