মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে চালু হবে দ্রুতগতির ট্রেন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র দেড় ঘণ্টায় যাওয়া যাবে সিঙ্গাপুর। দ্রুতগতির এ ট্রেন চালু হলে প্রায় আড়াই ঘণ্টা সময় সাশ্রয় হবে। মাত্র আটটি স্টেশন পাড়ি দিলেই পৌঁছা যাবে গন্তব্যে। গতকাল মঙ্গলবার দ্রুতগতির রেল যোগাযোগ স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের পক্ষ থেকে একথা বলা হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী আবদুল রহমান দাহলান এবং সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী খাও বুন ওয়ান দ্রুতগতির রেল যোগাযোগ প্রকল্পের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যকার দূরত্ব ৩৫০ কিলোমিটার, দ্রুতগতির ট্রেনে যা অতিক্রম করতে সময় লাগবে মাত্র ৯০ মিনিট।
উভয় সরকারের ঘোষণা অনুযায়ী, দ্রুতগতির রেল যোগাযোগ স্থাপনের জন্য আগামী মাস থেকেই আন্তর্জাতিক পর্যায়ে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে।