মালয়েশিয়া বিএনপির প্রতিবাদ
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়ায় প্রতিবাদ জানিয়েছে মালয়েশিয়া বিএনপি।
স্থানীয় সময় আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় কুয়ালালামপুরে বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বাদলের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তারেক রহমানকে রাজনীতি ও নির্বাচন থেকে দূরে রাখার ষড়যন্ত্র হিসেবে এ রায় দেওয়া হয়েছে। নিম্ন আদালতে খালাস পাওয়া মামলায় উচ্চ আদালত সরকারের নীলনকশা বাস্তবায়ন করে জাতীয়তাবাদী শক্তি ধ্বংস করতে আকাশচুম্বী জনপ্রিয়তায় শঙ্কিত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে সাত বছরের সাজার রায় দিয়েছেন বলে প্রতিবাদ করেছেন
বক্তারা আরো বলেন, জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে সরকারের নীলনকশার অংশ হিসেবে তারেক রহমানকে এ সাজা দেওয়া হয়েছে। ১/১১ সরকার সম্পন্ন অবৈধভাবে তারেক রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছিল। দুর্নীতির কোনো প্রমাণ না থাকায় নিম্ন আদালত তারেক রহমানকে বেকসুর খালাস দেন। একই মামলায় সরকারের করা আপিল নীলনকশার অংশ হিসেবে সাজা দেওয়া হয়েছে। বর্তমান অবৈধ সরকারের আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে প্রমাণ করেছে, এই সরকার থাকলে দেশের মানুষ ন্যায়বিচার পাবে না। অবৈধ সরকারের নীলনকশা বাস্তবায়ন হতে দেবে না মালয়েশিয়া বিএনপি। জাতীয়তাবাদী শক্তি ও জিয়া পরিবারকে ধ্বংস করার সকল ষড়যন্ত্রকারীদের প্রতিহত করা হবে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন লিটন, এস এম নিপু, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, মালয়েশিয়া বিএনপির প্রচার সম্পাদক এস এম বশির আলম, বিএনপি নেতা মজনু মুন্সী, যুবদল নেতা নাছির উদ্দিন নাছির, মালয়েশিয়া বিএনপির সহ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশির, কোতারায়া বিএনপির সভাপতি মাসুদ রানা, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মনজু খান, যুবদল নেতা বিএনপির সহ-অর্থ সম্পাদক মো. আবুল কালাম, বিএনপি সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন, মালয়েশিয়া যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, কে এল সেন্ট্রাল বিএনপির নেতা রুহুল আমিন, মহসিন পাটোয়ারী প্রমুখ।