মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দলটির মালয়েশিয়া শাখা। গত বুধবার দেশটির রাজধানী কুয়ালালামপুরের রাফি মাজু রেস্টুরেন্টে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা।
অনুষ্ঠানে মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন সেলিম সাংবাদিকদের বলেন, দেশে জঙ্গিবাদের উত্থানের পেছনে বিএনপি-জামায়াত চক্র কাজ করছে। তাই প্রবাসে থাকলেও সবাইকে এই চক্রের দিকে নজরদারি করার জন্য আহ্বান জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুজ্জামান মিতুল, সাইদুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক লিটন সরকার বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজি হালিম, আইনবিষয়ক সম্পাদক সুমন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারেক, কুয়ালালামপুর মহানগরের যুগ্ম আহ্বায়ক কবি শেখ জাহাঙ্গীর, সোহাগ সরকার, হারুন অর রশিদ, কাউসার মৃধা, শাহাদৎ হোসেন ও মানিক, চোকিট শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম লিটন, সেলিম আহমেদ, কবির হাওলাদার প্রমুখ।