সিঙ্গাপুরে 'কবিতা ও বন্ধন'

Looks like you've blocked notifications!

গত ১২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহায় সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কে অনুষ্ঠিত হয় 'কবিতা ও বন্ধন'। সিঙ্গাপুরের জনপ্রিয় অভিবাসী কবিতা প্রতিযোগিতা উৎসবে প্রথম ও দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের সমন্বয়ে এই সাহিত্যধারার অনুষ্ঠানের আয়োজন করে 'সিঙ্গাপুর বাংলা সাহিত্য পরিষদ'। অনুষ্ঠানে সব ভাষাভাষীর কবি প্রথমে মাতৃভাষায় ও পরে ইংরেজিতে অনুবাদ করে আবৃত্তি করেন।

কবিতা প্রতিযোগিতার দুবারের বিজয়ী কবি জাকির হোসেন খোকনের সঞ্চালনায় অতিথি ছিলেন অভিবাসী কবিতা প্রতিযোগিতার অন্যতম আয়োজক শিভাজী দাশ, ভিশাল দারায়ানোমেল, প্রভিন প্রকাশ ও গণমাধ্যমকর্মী দীপ্তি নাগপায়োল।

আলোচনায় উঠে আসে পৃথিবীর পাঠশালাজুড়ে কবিতার বিচরণ, পৃথিবীর সৌন্দর্য, সম্পর্ক, পৃথিবীর বিরহ, বিদ্রোহ সবকিছু কবিতায় গেঁথে থাকে যত্নে, ভালোবাসায়। কবিতার সঙ্গে কবিতার রয়েছে পরম আত্মীয়তা, কবিতার বন্ধনে পৃথিবী হবে শান্তিময়—এমনটাই প্রত্যাশা করা হয়।

আবৃত্তিতে ছিলেন জহিরুল ইসলাম, রাজীব শীল জীবন, সৈয়দুর রহমান লিটন, পুজিয়াতি, মাহবুব হাসান দীপু, এম এ সবুর, শরিফ উদ্দিন, এম আর মিজান ও মনির আহমদ। সহযোগিতায় ছিলেন সুমন শিকদার ও কাউসার আহমেদ।