সিঙ্গাপুরে উদযাপিত হলো দুর্গাপূজা

Looks like you've blocked notifications!

সিঙ্গাপুরে আনন্দমুখর  পরিবেশে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গোৎসব।

বেঙ্গলি কমিউনিটি সিঙ্গাপুর চাইনিজ গার্ডেনে, বাংলা ইউনিভার্সেল সোসাইটি সিঙ্গাপুর - বিট্টি রোডে, রামকৃষ্ণ মিশন-বার্টলে,  বিএএস- বুর্মা রোড, বিএস জুরং ইস্টসহ বিভিন্ন স্থানে দুর্গোপূজার আয়োজন করা হয়। ষষ্ঠী থেকে দশমী পূজা পর্যন্ত পাঁচদিন মায়ের পূজা,  সন্ধ্যা আরতি,  মায়ের ভোগ, ধর্মীয় নাটক,  সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনে প্রবাসে দুর্গোৎসব হয়ে ওঠে সবার প্রাণের উৎসব।

ধর্ম,  বর্ণ,  নির্বিশেষে সবার আগমনে পূজামণ্ডপে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। মণ্ডপ পরিণত হয় এক মিলনমেলায়।

সিঙ্গাপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সিংঙ্গাপুরস্থ বাংলাদেশ হাইকমিশনার মাহাবুব-উজ-জামান।শত ব্যস্ততার মাঝে প্রবাসীরা এ ধরনের প্রাণবন্ত মাঙ্গলিক কাজে খুঁজে নেয় পরবাসী মনে আত্মার আত্মীয়তার গভীর মায়ার বন্ধন। শুভ বিজয়া দশমীতে সিঁদুরখেলা,  ঢাকঢোলের আরতি এবং মায়ের প্রতিমা বিসর্জনের মাধ্যমে বহুমাত্রিক সংস্কৃতির লালনকেন্দ্র সিঙ্গাপুর হয়ে ওঠে যেন এক আনন্দভূমি।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা আদ্যাশক্তি মহামায়ার কাছে মনের অসুর দমন করে বিশ্বশান্তি কামনা করেন।