লন্ডনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপিত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/18/photo-1482033930.jpg)
বাংলাদেশের বাইরে এই প্রথম ব্যক্তিগত উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপিত হয়েছে।
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের সিডনি স্ট্রিটে আওয়ামী লীগ নেতা আফছর খান সাদিকের ঘরের সামনে ম্যুরালটি স্থাপন করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করেন যুক্তরাজ্য সফররত প্রবীণ রাজনীতিক সংসদ সদস্য (এমপি) সুরঞ্জিত সেনগুপ্ত।
ম্যুরাল উদ্বোধনকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালালউদ্দিন, প্রধান উপদেষ্টা সামসুদ্দিন খান, যুগ্ম সম্পাদক আনোয়ারুজজামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ, হাইকমিশনের কর্মকর্তা নাদিম কাদির, আওয়ামী লীগ নেতা হাবিবুরর হমান হাবিব, আলতাবুর রহমান মুজাহিদ, সায়েদ আহমদ সাদ, কাউন্সিলর রাবিনা খাতুন, কাউন্সিলর সাবিনা আকতার, নাজিমউদ্দিন, আনসারউল্লাহ, যুবলীগ নেতা তারিক আহমদ, ঝলকপাল প্রমুখ।
নেতারা আফছর খান সাদিকের ম্যুরাল স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লন্ডনের মাটিতে একটি ঐতিহাসিক ঘটনার জন্ম হলো। এটি এ প্রজন্মের জন্য একটি ইতিহাস।
ম্যুরাল উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় কাউন্সিলর, কমিউনিটি নেতা ও ব্যবসায়ীরা।