এনটিভি দর্শক ফোরামের অভিষেক ও ৫২তম বিজয় দিবস উদযাপন
সৌদি আরবের রিয়াদে এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে ৫২তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এনটিভি দর্শক ফোরামের ২০২৪-২৫ সালের নতুন কমিটির অভিষেক ও নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব-২২ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) দিনগত রাতে রিয়াদের ২৮ নম্বর এক্সিটে একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দর্শক ফোরামের নবনির্বাচিত সভাপতি সাকিবুল ইসলাম।
এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন ইসমাইল হোসেন, প্রধান বক্তা ছিলেন আবদুল্লাহ আল মামুন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী হাছান কিরণ, সিনিয়র সহসভাপতি শেখ বাদল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাকিব, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সোহাগ।
রিয়াদে এনটিভি পরিবারের উদ্যোগে অনুষ্ঠিত এ বিশাল আয়োজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে প্রবাসী রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশ নেন। জাতীয় সংগীত ও বিজয়ের গান দিয়েই অনুষ্ঠানের সূচনা করা হয়।
সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়। এতে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পী শামান্তা শাহীনের গান উপভোগ করেন প্রবাসী বিপুল দর্শক। এ ছাড়া কবিতা, গণ-সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। সবশেষে ছিল নৈশ্যভোজ। পরে সাংস্কৃতিক আয়োজনে অংশ নেওয়া সব শিল্পী ও স্পনসরদের এনটিভি লোগোযুক্ত মগ উপহার দেওয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকা ও এনটিভি লোগোযুক্ত বাহারি সাজে সাজানো হয়েছিল মঞ্চ। অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ-বিদেশে এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ, গান, নাটকসহ সার্বিক আয়োজনের ভুয়সী প্রশংসা করেন প্রবাসী বিশিষ্টজনরা।
আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধান বক্তাকে বিজয় দিবস সম্মাননা দেওয়া হয় দর্শক ফোরামের পক্ষ থেকে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী ব্যবসায়ী, রাজনীতিবিদ, লেখক কবি ও সাংবাদিকরা। শত শত প্রবাসী পরিবার অংশগ্রহণ করে বিশাল এ আয়োজনে। বাংলাদেশ প্রবাসী সাংবাদি ফোরাম (বাপ্রসাফ) ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয় এ আনন্দ আয়োজন।

ফারুক আহমেদ চান, সৌদি আরব