মালয়েশিয়ায় এনটিভি দর্শক ফোরামের ইফতার মাহফিলে প্রবাসীদের ঢল

মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনায় মালয়েশিয়ায় অবস্থানরত দর্শকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির দর্শক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৬ মার্চ) বিকেল ৫টায় কুয়ালালামপুরের জালান ইয়াকুব লতিফ বান্দার টুন্ রাজ্জাক এ অবস্থিত ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেন।
বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহ-সভাপতি ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেনের পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন কুয়ালালামপুরের তিতিওয়াংসার সুরাও বায়তুল মোকারমের ঈমাম হাফেজ মাওলানা ইকরামুল হক।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়ান নাগরিক, কনকর্ড ও আই এস ওয়াই গ্রুপের চেয়ারম্যান তান শ্রী সয়েদ মোহাম্মদ ইউসুফ বিন তুন সয়েদ নাসির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রেস, সুফি আব্দুল্লাহিল মারুফ, ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান কামরুল আহসান প্রমুখ।
ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের ঢল নামে। মেইন বলরুম ছাড়া সর্বমোট চারটি হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রবাসীদের উপস্থিতিতে।

অনুষ্ঠানের প্রশংসা করে এ সময় ড. মিজানুর রহমান আজহারী বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম!
ইফতারের আগে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
এনটিভির ইফতার মাহফিল সফল করার জন্য চেরাস পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়াকে (বিয়াম) ধন্যবাদ জানান অনুষ্ঠানের আয়োজক কমিটি।