আপনার জিজ্ঞাসা

আসরের নামাজের সঙ্গে নফল পড়া যায় কি?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৮৮৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আমজাদ হোসেন জানতে চেয়েছেন, আসরের নামাজের সময় নফল পড়া যাবে কি না। অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : আসরের নামাজের সময় নফল পড়া যাবে কি?

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসরের চার রাকাত ফরজ নামাজের আগে দুই রাকাত করে চার রাকাত সুন্নত নামাজ আছে। এগুলো হলো সুন্নাতে জায়েদা। মানে অতিরিক্ত সুন্নাহ। মানে এটি নফলও। তাই কেউ চাইলে পড়তে পারেন। কেউ যদি অতিরিক্ত নফল নামাজও পড়তে চান পড়তে পারেন। এতে কোনো সমস্যা নেই। এটি জায়েজ আছে। কিন্তু কাজা নামাজ পড়তে পারবেন না। কোনো নামাজ পড়তে হলে, আগে জানা উচিত যে রাসুল (সা.) এই উপদেশ দিয়েছেন কি না। নিজে বিধান আবিষ্কার করলে হবে না।