আপনার জিজ্ঞাসা
ঈদের আনন্দ প্রকাশের সঠিক উপায় কোনগুলো?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
‘আপনার জিজ্ঞাসা’ রমজানের বিশেষ আয়োজনের ২৯তম পর্বে ঢাকার মগবাজার থেকে টেলিফোনে একজন জানতে চেয়েছেন, ঈদের আনন্দ প্রকাশের সঠিক উপায় কোনগুলো? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ঈদের আনন্দ প্রকাশের সঠিক উপায় কোনগুলো?
উত্তর : আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। ঈদ মানে আনন্দ, কিন্তু এই আনন্দ ও বিনোদনের শালীন রূপ আছে। এর জন্য ইসলাম দুটি সীমারেখা দিয়েছে। সেগুলো কোনোভাবেই করা যাবে না। প্রথমত, তৌহিদের পরিপন্থি কোনো কাজ করা যাবে না। সেটা ইসলাম গ্রহণ করবে না। এমন কোনো কাজ করা যাবে না যেখানে আল্লাহর হক নষ্ট হচ্ছে। সেটা মুসলিমদের ঈদ হবে না।
আরেকটি হলো শালীনতার বিপরীতে গিয়ে অশ্লীল কোনো কাজ করলে ঈদ হবে না। পৃথিবীর কোনো সভ্যতায় এসব নেই। আনন্দ করতে গিয়ে আপনি অশ্লীল কাজ করবেন সেটা তো ইসলাম অনুমোদন দেবে না। ইসলামে সহীহভাবে ঈদ পালন করার সুন্দর উপায় আছে। যেমন— ঈদের চাঁদ দেখা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকবির দেবেন সব মুসলিমরা, এটাই তো অনেক বড় আনন্দ। এরপর দরিদ্রদের খাবার বিলিয়ে দেবেন। সবাই মিলে নামাজ পড়বেন। একে অপরের খবর নেবেন, ঈদ মোবারক বলে শুভেচ্ছা বিনিময় করবেন। এর চেয়ে বড় উদযাপন আর কি হতে পারে।