আপনার জিজ্ঞাসা
কিস্তিতে কেনাকাটার অতিরিক্ত যে দাম নেয় সেটা কি সুদ?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১১ম পর্বে টেলিফোনের মাধ্যমে রাজশাহী থেকে একজন জানতে চেয়েছেন, কিস্তিতে কেনাকাটার অতিরিক্ত যে দাম নেয় সেটা কি সুদ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কিস্তিতে কেনাকাটার অতিরিক্ত যে দাম নেয় সেটা কি সুদ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের সমাজে আজকাল কিস্তিতে অনেক কিছু কেনা যায়। এতে কিছুটা বেশি দাম নেয় এটা সুদ নয়। আপনি একটি জিনিস কিনিছেন তার দাম নির্ধারণ করা হয়েছে, সেই মূল্য আপনি শুধু কিস্তিতে দিয়েছেন এতটুকুই। এখানে সুদের কিছু নেই। যদি কেউ এটাকে সুদ বলে তাহলে লেনদেন সম্পর্কে তিনি বুঝেননি। এটা বেচাকেনার একটি পদ্ধতি। এখানে কোনো সুদ নেই। এই নিয়ে কোনো সন্দেহ নেই। এই মাসআলা নিয়ে দুনিয়ার সমস্ত আলেমরা একমত দিয়েছেন।