আপনার জিজ্ঞাসা

নামাজরত অবস্থায় মশা মারা যাবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৮২৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে আজিমপুর ঢাকা থেকে রোকেয়া বেগম নামের একজন জানতে চেয়েছেন, নামাজরত অবস্থায় মশা মারা যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।

প্রশ্ন : নামাজরত অবস্থায় মশা মারা যাবে কি? মশা মারতে গিয়ে মশার রক্ত লাগলে কি অজু ভেঙে যাবে? 

উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যদি মনে হয়, সেখানে অনেক মশা তাহলে নামাজ শুরুর আগেই মশার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, যেটি আপনার সালাতে মনোযোগ নষ্ট করে, তাহলে তো ভালো প্রস্তুতি হলো না। আপনি যদি সালাতে মনোযোগ না দিয়ে মশা মারায় মনোযোগ দেন, তাহলে তো হয় না। এটা তো বিধান নয়। তবে, কোনো কারণে বাধ্য হয়ে যদি নামাজরত অবস্থায় মশা মারতে হয়, তাহলে অজু ভাঙবে না। যেভাবে পড়ছিলেন, সেটি চালিয়ে যাবেন। এতে নামাজও ভাঙবে না, অজুও ভাঙবে না। তবে, যদি সবসময় এটি থাকে, তাহলে আগেই ব্যবস্থা নেওয়া উচিত।