আপনার জিজ্ঞাসা
লাইগেশন করলে কি গুনাহ হবে?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
বিশেষ আপনার জিজ্ঞাসার ১৯২২তম পর্বে লাইগেশন করলে গুনাহ হবে কি না, সে সম্পর্কে ই-মেইলে জানতে চেয়েছেন প্রিয়া খান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমার তৃতীয় সন্তান সিজার করার পর আমার স্ত্রীর স্থায়ীভাবে লাইগেশন করি। এতে আমাদের গুনাহ হবে কি? আর গুনাহ হলে পরিত্রাণ পাওয়ার উপায় কী?
উত্তর : আপনারা যে কাজটি করেছেন, সেটি আপনাদের না করা উচিত ছিল। যা-ই হোক আপনারা যেটা করেছেন, তার জন্য আল্লাহু রাব্বুল আলামিনের কাছে তওবা করুন। অনুতপ্ত হয়ে আল্লাহু রাব্বুল আলামিনের কাছে যদি আল্লাহর বান্দা ক্ষমা চায়, তওবা করে, আল্লাহু রাব্বুল আলামিন হয়তো ক্ষমা করতে পারেন।