আপনার জিজ্ঞাসা
শিশুদের প্যাম্পার্স ময়লার বালতিতে ফেললে কি ফেরেশতা আসে না?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯২৭তম পর্বে শিশুদের প্যাম্পার্স ময়লার বালতিতে ফেলে ঢেকে রাখলে ঘরে রহমতের ফেরেশতা আসে না বলে যে ধারণা রয়েছে, সেটি ঠিক কি না, সে সম্পর্কে রাজধানীর শনির আখড়া থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : বাচ্চাদের প্যাম্পার্স ময়লার বালতিতে ফেলে ঢেকে রাখলেও কি ঘরে রহমতের ফেরেশতা আসবে না?
উত্তর : এ মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি। সেটা ময়লার বালতিতে ঢেকে রাখলে ফেরেশতা না আসার কোনো কারণ নেই। দুর্গন্ধের কারণে হয়তো ফেরেশতা অপছন্দ করতে পারে। সেটাও ঠিক বলেছেন। কিন্তু এই মর্মে কোনো হাদিস সাব্যস্ত হয়নি।
এটি ব্যবস্থাপনার বিষয়। এ ছাড়া প্যাম্পার্স যদি খোলা জায়গায় রাখা হয়, তাহলে তো ঘরের মধ্যেই দূষিত পরিবেশ তৈরি হয়।