আপনার জিজ্ঞাসা
সর্বপ্রথম কোরআনের কয়টি আয়াত নাজিল হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৯৬৪তম পর্বে কোরআনের কয়টি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছিল, সে সম্পর্কে ঢাকার উত্তরা থেকে ইমেইলে জানতে চেয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সর্বপ্রথম কোরআনের কয়টি আয়াত নাজিল হয়?
উত্তর : সর্বপ্রথম কোরআনে কারিমে সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়েছিল। সর্বপ্রথম কোরআন অবতীর্ণ হওয়া নিয়ে আলেমদের যে বক্তব্য পাওয়া গিয়েছে, জামালউদ্দীন আল-সুয়ুতী তাঁর ‘ইতকান’-এর মধ্যে উল্লেখ করেছেন, একাধিক রেওয়ায়েতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, সর্বপ্রথম সুরাতুল-আলাক (ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক)-এর প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়েছিল।

অনলাইন ডেস্ক