সেরা হাফেজের মুকুট জিতল তাহমিদ হোসাইন
কোরআনের সুমধুর সুরের মূর্ছনায় মুখরিত হলো সিলেটের প্রবাসী অধ্যুষিত জনপদ বিশ্বনাথ। জাঁকজমকপূর্ণ আয়োজন আর হৃদয়স্পর্শী তেলাওয়াতের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘বিশ্বনাথনিউজ বিশ্বনাথ সেরা হাফেজ’ প্রতিযোগিতা-২০২৫ এর গ্রান্ড ফাইনাল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিলেটের বিশ্বনাথ পৌরশহরের একটি অভিজাত পার্টি সেন্টারে দিনব্যাপী এই উৎসবমুখর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথের প্রথম অনলাইন নিউজপোর্টাল ‘বিশ্বনাথনিউজ টোয়েন্টিফোর ডটকম’ আয়োজিত এই মহতী উদ্যোগের নেপথ্যে ছিল ২১ জন প্রবাসীর আন্তরিক সহযোগিতা ও অর্থায়ন।
চূড়ান্ত প্রতিযোগিতায় ৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম আসরে সেরার মুকুট পরেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীপুর গ্রামের হাফেজ তাহমিদ হোসাইন নাহিয়ান। সে জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেটের শিক্ষার্থী এবং মাওলানা নেছার আহমদের ছেলে। পুরস্কার হিসেবে সে নগদ এক লাখ টাকা, সম্মাননা স্মারক ও সনদপত্র গ্রহণ করে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ৫০ হাজার টাকা জিতেছে একই মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করে ২৫ হাজার টাকা পুরস্কার পেয়েছে ইয়াকুবিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ আহমদ জামী।
তিনটি কঠিন বাছাইপর্ব পেরিয়ে আসা প্রতিযোগীদের এই চূড়ান্ত পর্বে বিচারকের দায়িত্ব পালন করেন মুফতি হাফেজ মোশাহিদ আহমদ, হাফেজ ক্বারী গোলাম কিবরিয়া ও মাওলানা হাফেজ ইসলাম উদ্দিন। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মাওলানা হাফেজ খায়রুল ইসলাম। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিযোগিতার অন্যতম পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মাকরাম আলী আফরোজ ডিএল, হাজী ফারুক মিয়া, আব্দুল বাছিত রফি, আমিনুর রহমান আমিন ও উপদেষ্টা কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।
ফারুক মাহদীর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্বনাথের মাটিতে কোরআনের এমন জাঁকজমকপূর্ণ আয়োজন নতুন প্রজন্মের মনে ধর্মীয় মূল্যবোধ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে। অনুষ্ঠান শেষে প্রবাসীদের এই অনন্য উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সর্বস্তরের মানুষ।

তারেক আহমদ, সিলেট (বালাগঞ্জ-বিশ্বনাথ)