রাজধানীতে খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা চলছে
পবিত্র কুরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক সমাজের শোকসভা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিওতে অবস্থিত জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা তিনটার দিকে কোরান তেলাওয়াতের মাধ্যমে এ শোকসভা শুরু হয়।
শোকসভায় শোকবার্তা পাঠ করেন সাংবাদিক সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন নিউ এজ সম্পাদক নূরুল কবির, ফাহাম আব্দুস সালাম, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম প্রমুখ।
শোকসভায় উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আরও উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তারেক রহমানের সবধর্মিণী ডা. জুবাইদা রহমান, তারেক রহমানের একমাত্র কন্যা জায়মা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক আশরাফ কায়সার ও কাজী জেসিন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরা হয়। আয়োজকদের ভাষ্য, ‘এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; বরং দেশনেত্রীর প্রতি জাতীয় পর্যায়ের মর্যাদাপূর্ণ শ্রদ্ধা নিবেদনের মানবিক উদ্যোগ।’
সংবাদ সম্মেলনে শোকসভার সার্বিক প্রস্তুতি ও নিয়মাবলি তুলে ধরেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুব উল্লাহ। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্য পেশাজীবীরা শোকসভায় বক্তব্য দেবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা দর্শকসারিতে থাকবেন।
শোকসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আয়োজকরা শোকসভায় কঠোর নিয়মের কথা জানিয়ে বলেছেন, এ অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না। হাততালি দেওয়া যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষিদ্ধ।

নিজস্ব প্রতিবেদক