হজ ও উমরা
হজযাত্রী কী কী জিনিস সঙ্গে নিতে পারবেন
সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন অবশ্যকর্তব্য। আমরা সব সময় চর্চা করি না বলে হজ পালন সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। হজের শুদ্ধ পদ্ধতি, হজের প্রস্তুতি এসব বিষয়ে জানা আমাদের কর্তব্য। এ লক্ষ্যেই এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘হজ ও উমরা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরা অনুষ্ঠানের প্রথম পর্বে একজন হাজি কী কী জিনিস সঙ্গে নিতে পারবেন, সে সম্পর্কে টেলিফোনে জানতে চেয়েছেন আবদুর রহমান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : হাজিসাহেব কী কী নিতে পারবেন।
উত্তর : হাজিসাহেব হজে যাওয়ার সময় সব কিছু নিতে পারবেন, কোনো কিছু নিতে নিষেধ নেই। শুধুমাত্র লাগেজে যেসব জিনিস নেওয়া যাবে না, সেগুলো নিতে পারবেন না।
দুই সেট ইহরামের কাপড় নেওয়ার দরকার আছে। আপনার প্রয়োজনীয় যে ওষুধপত্র আছে, সেগুলো আপনি সঙ্গে নেবেন। আপনি সঙ্গে হালকা কিছু শুকনো খাবারও নিতে পারেন; চিঁড়া, মুড়ি যদি তিনি প্রয়োজন মনে করেন। অবশ্য বর্তমানে এ জাতীয় জিনিসগুলো বেশির ভাগই সেখানে পাওয়া যায়, আপনি সেখান থেকেও কিনতে পারেন। আপনি সাবান বা সাবানজাতীয় জিনিস নিতে পারেন। এ ছাড়া প্রয়োজনীয় জিনিস যেমন : টুথব্রাশ, টুথপেস্ট ইত্যাদি সঙ্গে থাকাই ভালো।
এখানে আরেকটি জিনিস আপনি নিতে পারবেন সেটা হলো, যদি সম্ভব হয় একটা ছাতা নিয়ে যেতে পারেন, একটি ব্যাগ নিয়ে যেতে পারেন, কারণ প্রয়োজনীয় জিনিসগুলো সেই ব্যাগে নিতে পারবেন। এগুলো অনেক সময় দেওয়া হয়ে থাকে।
ইহরামের সঙ্গে একজোড়া স্যান্ডেলও নিতে পারেন, যখন ইহরাম করবেন স্যান্ডেল পরেই আপনি ইহরাম করবেন, এটিই সুন্নাহ। দোয়ার বইগুলোও সঙ্গে নিতে পারেন আবার হজের যে সমস্ত সহিহ এবং সুন্নাহ অনুসরণ করে লেখা বই বাজারে আছে, সে রকম একটা বই যদি নিয়ে যান তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন।

অনলাইন ডেস্ক