হজ ও উমরা
মহানবী (সা.)-এর নামে হজ পালন করা যায় কি?
সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে একবার হজ পালন অবশ্য পালনীয় কর্তব্য। সব সময় চর্চা হয় না বলে হজ পালন সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। হজের শুদ্ধ পদ্ধতি, হজের প্রস্তুতির বিষয়ে জানা আমাদের কর্তব্য। এ লক্ষ্যেই এনটিভির বিশেষ অনুষ্ঠান ‘হজ ও উমরা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
জুমাবারের সরাসরি সম্প্রচারিত হজ ও উমরা অনুষ্ঠানের প্রথম পর্বে হজরত মুহাম্মদ (সা.)-এর নামে হজ পালন করা যাবে কি না, সে সম্পর্কে সাভার থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মেহনাজ। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : হজরত মুহাম্মদ (সা.)-এর নামে কি হজ পালন করা যায়?
উত্তর : নবীর (সা.) নামে বা পক্ষ থেকে কোনো ইবাদত করার প্রয়োজন নেই, যেহেতু সব ইবাদত নবীই (সা.) দেখিয়েছেন। তাই এগুলোর যে মর্যাদা বা ফজিলত রয়েছে, সেগুলো নবীই (সা.) লাভ করবেন। তাই তাঁর নামে ভিন্ন করে অথবা তাঁর পক্ষ থেকে ভিন্ন করে কোনো ইবাদত করার প্রয়োজন নেই। সালফেস সালেহিন এমন আমল করেননি। এই আমল করাটা সুন্নাহ দ্বারাও প্রমাণিত নয়।

অনলাইন ডেস্ক