মণ্ডপে মণ্ডপে দুর্গার আগমনী বার্তা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/10/photo-1444470426.jpg)
শরতের শুভ্র আকাশ জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। বছর ঘুরে আবারও আসছেন দুর্গতিনাশিনী দশভূজা দেবী দুর্গা। আগামী ১২ অক্টোবর সোমবার মহালয়ার ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। তাই মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির ধুম।
পুরাণমতে, এ দিন মা দুর্গা কৈলাসের শ্বশুরালয় থেকে পিতৃগৃহ মর্ত্যে আগমণ করবেন। এবার ঘোড়ায় চেপে ধরাধামে আসছেন দেবী দুর্গা। এতে সুজলা, সুফলা শষ্য শ্যামল হয়ে উঠবে বসুন্ধরা। আগামী ২২ অক্টোবর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জনের মধ্যদিয়ে দেবী আবার স্বর্গে ফিরে যাবেন হাতিতে করে। উল্লেখ্য, হিন্দু পঞ্জিকা অনুযায়ী এ বছর নবমী ও দশমী তিথি একই দিনে।
পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, ঢাকা মহানগরে এবার আড়াইশ মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আর সারা দেশে প্রায় ২৯ হাজার মণ্ডপে চলবে পূজার আনুষ্ঠানিকতা। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবার এই মাতৃশক্তি অসুর শক্তির বিনাশ করে মানবজাতিকে দেখাবে শুভবুদ্ধির পথ।
বিস্তারিত প্রমথেশ শীলের ভিডিও প্রতিবেদনে :