দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার প্রস্তুতি চলছে

আগামী ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি কাজ দ্রুত এগিয়ে চলছে।
গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ জানান, চার শতাধিক পরিচ্ছন্নতাকর্মী মাঠের ভেতরে ও বাইরের ময়লা-আবর্জনা পরিষ্কারের জন্য কাজ করছে। সিটি করপোরেশনের নির্ধারিত স্থানে গত কয়েক দিনের ময়লা-আবর্জনা ফেলার জন্য ২০টি ময়লা অপসারণ গাড়ি রাত-দিন কাজ করছে।
বার্তা সংস্থা বাসস জানায়, প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষে মুসল্লিরা গতকাল সোমবার সকাল থেকে মাঠ ত্যাগ করা শুরু করেন। যানবাহনের ভিড়ের কারণে ইজতেমা ময়দানে অবস্থানরত মুসল্লিরা দু-একদিনের মধ্যে মাঠ ছেড়ে যাবেন বলে জানান মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন।
টঙ্গী ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এম এ লতিফ জানান, তাঁরা মাঠে এখনো অবস্থানরত মুসল্লিদের চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অব্যাহত রেখেছেন।
গত ৮ জানুয়ারি টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়। চার দিন বিরতির পর ১৫ জানুয়ারি শুক্রবার বাদ ফজর থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে।