আপনার জিজ্ঞাসা
অগ্রিম বাড়িভাড়ার টাকায় জাকাত দিতে হবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
পবিত্র রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার প্রথম পর্বে আবদুর রহমান এরশাদ তেজগাঁও সাতরাস্তা থেকে টেলিফোনে বাড়ির অ্যাডভান্স ভাড়ার টাকার জাকাত দেওয়া সম্পর্কে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : আমার বাড়িভাড়া দেওয়া হিসেবে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা অ্যাডভান্স (অগ্রিম) নিয়েছি। এই ঋণের টাকা আমার কাছে রয়েছে। এখন আমি জাকাত দেব আমার নিজের গচ্ছিত টাকা যা আছে সেটার, না ভাড়াটিয়াদের কাছ থেকে নেওয়া অ্যাডভান্সের টাকাসহ?
উত্তর : এই টাকার মালিকানা আপনার। এই টাকা ব্যবহার করছেন আপনি। আর এই টাকা যদি আপনার কাছে এক বছর থাকে, তাহলে জাকাত আদায় করতে হবে। আর যদি এই টাকা খরচ হয়ে যায় তাহলে জাকাত দিতে হবে না। আপনি অ্যাডভান্স টাকাকে ঋণের টাকা বলছেন। না, এই অ্যাডভান্স টাকা ঋণের টাকা নয়।