আপনার জিজ্ঞাসা
ঋতুস্রাবের কত দিন পর কোরআন তিলাওয়াত করা যায়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
পবিত্র রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার প্রথম পর্বে বরিশাল থেকে টেলিফোনে জ্যোৎস্না পারভীন ঋতুস্রাব শুরু হওয়ার কদিন পর থেকে কোরআন তিলাওয়াত করা যায়, সে সম্পর্কে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন সজীব খান।
প্রশ্ন : আমি শুনেছি, মেয়েদের যে প্রতি মাসে যেদিন থেকে ঋতুস্রাব হয় তার ঠিক ১০ দিন পর থেকে কোরআন শরিফ পড়া যায়। নাকি যেদিন থেকে, অর্থাৎ পাঁচ দিন, ছয় দিন বা সাত দিনের মাথায় বন্ধ হবে, সেদিন থেকেই পড়া যাবে?
উত্তর : আপনার পবিত্রতা হাসিল হওয়ার পরই আপনি কোরআন শরিফ তিলাওয়াত করতে পারবেন। নামাজ পড়তে পারবেন। সিয়াম পালন করতে পারবেন। অন্য যত ইবাদত আছে, সব পালন করতে পারবেন। কিন্তু এর শর্ত হচ্ছে, আপনি যেদিন থেকে পবিত্রতা মনে করবেন, সেদিন থেকে পড়তে পারবেন। তবে যদি ঋতুস্রাব বন্ধ হওয়া ১০ দিনেও সন্দেহ হয়, তাহলে পড়া যাবে না। অর্থাৎ নিজের কাছে পবিত্রতা মনে হলে আপনি পড়তে পারবেন।