আপনার জিজ্ঞাসা
কীভাবে কালেমা পড়তেন মহানবী (সা.)?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের পঞ্চম পর্বে টেলিফোনে নবীজির কালেমা পড়া সম্পর্কে শামসু যশোর থেকে জানতে চেয়েছেন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : আমরা কালেমা পড়ার সময় যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ (সা.) বলে থাকি, আমাদের নবীজি কালেমা পড়ার সময় এই জায়গায় কী বলতেন? নবীজি তাঁর নামের জায়গায় কী বলতেন?
উত্তর : রসূল (সা.) ও সাক্ষ্য দিতেন। কালাম তো মূলত আল্লাহর পক্ষ থেকে শিক্ষা দেওয়া হয়েছে। ‘আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রসূলুল্লাহ’ অথবা ‘ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসুলুহু’। এটি রসূলুল্লাহ (সা.) এভাবেই বলতেন।