আপনার জিজ্ঞাসা
যে ইমাম তাবিজ দেন, তাঁর পেছনে নামাজ হবে কি?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৬৫তম পর্বে যে ইমাম তাবিজ লিখে দেন, তাঁর ইমামতিতে নামাজ আদায় জায়েজ হবে কি না, সে বিষয়ে বরিশাল থেকে চিঠিতে প্রশ্ন করেছেন বেলায়েত হোসেন ফারুকী। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : যেসব আলেম কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখেন ও বিক্রি করেন, তাঁদের ইমামতিতে নামাজ জায়েজ হবে কি?
উত্তর : হ্যাঁ, নামাজ হবে। তাঁর ইমামতিতে নামাজ আদায় করতে পারেন। তাতে আপনার নামাজ হয়ে যাবে।
অন্যদিকে ওই ইমামের নামাজটি প্রশ্নবিদ্ধ থেকে যাবে। যেহেতু তাবিজের ব্যাপারে আল্লাহর নবী (সা.) কঠিন সতর্কতার কথা উল্লেখ করেছেন। তাবিজকে নবী (সা.) শিরক বলেছেন, তাই ওই ইমামের বিষয়টি তাঁর সঙ্গে সম্পৃক্ত। তবে এতে করে আপনার সালাতে কোনো প্রভাব পড়বে না। আপনার সালাত ইনশাল্লাহ হয়ে যাবে।