আপনার জিজ্ঞাসা
অতীতের বাজে আচরণের জন্য করণীয় কী?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
রমজানের বিশেষ আপনার জিজ্ঞাসার ১৬তম পর্বে অন্যের সঙ্গে খারাপ আচরণে অনুতপ্ত হলে করণীয় সম্পর্কে মতিঝিল থেকে টেলিফোনে জানতে চেয়েছেন এক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : অনেক সময় অনেকের সঙ্গে খুব খারাপ আচরণ করেছি। এখন সেগুলো মনে পড়লে খুবই অনুশোচনা হয়। কিন্তু তাঁদের কাছে পাচ্ছি না। তাঁদের জন্য কী এমন কাজ করতে পারি, যাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে না হয়।
উত্তর : প্রথমে আপনি এর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। যেহেতু আল্লাহসুবানাতায়ালার কাছে আল্লাহর বান্দা যখন গুনাহ থেকে তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন।
দ্বিতীয়ত, যাঁদের সঙ্গে খারাপ আচরণ হয়ে গেছে, এই খারাপ আচরণের কারণে তাঁদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন যে, আমি তাঁদের সঙ্গে কিছু ভুল আচরণ করে ফেলেছি। তাঁদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করেন। হতে পারে আল্লাহতায়ালা সেখান থেকে যে হকটুকু নষ্ট হয়েছে, সে হকটুকু পূরণ করে দিতে পারেন।