আপনার জিজ্ঞাসা
ইবলিস কি আগে ফেরেশতা ছিল?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭১তম পর্বে ইবলিস আগে ফেরেশতা ছিল কি না, সে সম্পর্কে ঢাকার মহাখালী থেকে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : ইবলিস কি আগে ফেরেশতা ছিল?
উত্তর : না। ইবলিস আগে ফেরেশতা ছিল না। আল্লাহ সুবহানাহুতায়ালা পবিত্র কোরআনে স্পষ্ট করে বলেছেন, ‘ইবলিস জিনদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ জিন ছিল এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের ব্যাপারে অবাধ্য হলো, নির্দেশ থেকে অমান্য করে বেরিয়ে গেল, সে হচ্ছে জিন।’
সুতরাং ইবলিস ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, জিন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহুতায়ালা তাকে মর্যাদা দিয়েছেন। ফলে ফেরেশতাদের সঙ্গে তার অবস্থান ছিল এবং তার অবস্থান ছিল অত্যন্ত মর্যাদাপূর্ণ। কিন্তু সে মর্যাদাটুকু সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করার কারণে রক্ষা করতে পারেনি।
ইবলিস সর্বপ্রথম ব্যক্তি, যে আল্লাহর নির্দেশ অমান্য করেছে এবং অহংকার করেছে। আল্লাহতায়ালা কোরআনে কারিমে এরশাদ করেছেন, ‘অস্বীকার করল এবং অহংকার করল, ফলে সে কাফেরদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল।’
তাই মর্যাদার অনেক ওপরে ওঠার পরও এই চিন্তা করার সুযোগ নেই যে, আমি তো বড় কিছু হয়ে গিয়েছি। কারণ, যেকোনো অবস্থায় আবার মর্যাদার সর্বশেষ পর্যায়ে চলে আসতে পারে। কোথায় জিনদের মধ্য থেকে ফেরেশতাদের মধ্যে তার অবস্থান করে নিয়েছিল। আবার সর্বশেষ একেবারেই লাঞ্ছিত, বঞ্চিত মাহরুম ব্যক্তিদের মধ্যে নিজের অবস্থান নির্দিষ্ট করে নিল।