আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.) কতটি পশু কোরবানি দিতেন?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৭৫তম পর্বে রাসুল (সা.) এর কোরবানি কেমন ছিল, সে সম্পর্কে ঝিনাইদহ থেকে ই-মেইলে জানতে চেয়েছেন সাইফ আল মামুন। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : রাসুল (সা.)-এর কোরবানি কেমন ছিল? তিনি কতটা পশু কোরবানি করতেন? দয়া করে জানাবেন?
উত্তর : রাসুল (সা.) ১০০টি পর্যন্ত উট কোরবানি করেছেন। এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং তিনি নিজ হাতে জবাই করতেন। এ ছাড়া রাসুল (সা.) ছাগল জবাই করেছেন। এগুলো হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তিনি কোরবানি করেছেন।
রাসুল (সা.)-এর কোরবানির বিষয়ে আমাদের কাছে হাদিসের যতটুকু রেওয়াত রয়েছে, সেটা হলো, তিনি নিজ হাতে কোরবানি করেছেন। পরবর্তী সময়ে তিনি তাঁর পক্ষ থেকে ওয়াকিল করেছেন আলী ইবনে আবু তালেবকে (রা.)।
একটি রেওয়াতের মধ্যে এসেছে রাসুল (সা.) দুটি কোরবানি করেছেন। একটি নিজের পক্ষ থেকে আরেকটি কোরবানি করেছেন নিজের পরিবার এবং উম্মাহর যেসব লোক রয়েছে অর্থাৎ পুরো উম্মাতি মোহাম্মাদির পক্ষ থেকে। এখান থেকে বুঝা যায় যে রাসুল (সা.) তাঁর কোরবানিতে অন্যদেরও অংশীদার করেছেন। অন্যদেরও সওয়াবের দিক থেকে রাসুল (সা.) অংশীদার করেছেন।