আপনার জিজ্ঞাসা
সূরা ইয়াসিন পড়লে মৃত্যুতে কি কম কষ্ট হয়?

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৮৮০তম পর্বে দক্ষিণ দনিয়া, নূরপুর, ঢাকা থেকে মৃত্যুর সময়ে কেউ পাশে বসে সূরা ইয়াসিন পড়লে মৃত্যুকষ্ট কম হয় কি না, সে সম্পর্কে চিঠিতে জানতে চেয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দর্শক। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : মৃত্যুর সময়ে কেউ কাছে বসে সূরা ইয়াসিন পড়লে মৃত্যুকষ্ট কম হয়, এ কথা কি ঠিক?
উত্তর : না। এ বক্তব্য শুদ্ধ নয়। সূরা ইয়াসিন যদি কেউ মৃত ব্যক্তির কাছে পড়েন, তিলাওয়াত করেন, তাহলে তাঁর মৃত্যুকষ্ট কম হবে। এ মর্মে যে বর্ণনাটি উল্লেখ করা হয়ে থাকে এটি মিথ্যা, হাদিসের নামে জালিয়াতি।